Google Meet কি এবং এটা কিভাবে ব্যবহার করব?



আজকের আমার লেখার উদ্দেশ্য হচ্ছে Google Meet কিভাবে ব্যবহার করে অনলাইনে ক্লাশ করা যায় তার একটা বিস্তারিত নির্দেশিকা দেয়া ।

প্রথমে কিছু সাধারণ প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি।


প্রশ্ন ১ঃ ভাইয়া Google Meet জিনিসটা কি?

-
 Zoom এর সাথে তো মোটামোটি সবাই পরিচিত আছি আমরা। Zoom এর মতই Google একটা ভিডিও কল এর এপস বের করেছে যেটা হল Google Meet আগে Paid ছিল এবং এর করোনা ভাইরাসের সময় অনলাইন ক্লাশ এর জন্য ফ্রি করে দিয়েছে আপাতত।



প্রশ্ন ২ঃ ভাইয়া Google Meet নামাবো কিভাবে ?

-Google Play Store এ যেয়ে Google Meet লিখে সার্চ দিয়ে নামালেই হবে
Play Store থেকে নামাতে এখানে ক্লিক কর

তবে যারা কম্পিউটার এ আছো তাদের কারো এপ নামাতে হবে না Google Chrome  থেকে www.meet.google.com এ ক্লিক করে মিটিং কোড দিলেই হবে বা সরাসরি লিংক এ ক্লিক করলেই হবে।


প্রশ্ন ৩ঃ ভাইয়া ক্লাশ করব কিভাবে?

- Zoom এর মত এখানেও ক্লাশের লিংক দেয়া হবে সবাই কে।
লিংকটা হবে এরকম
meet.google.com/aaa-bbbb-ccc (এখানে a,b,c প্রতীকি অর্থে)

aaa-bbbb-ccc হল মিটিং কোড (-) সহ।

লিংকটা তে ক্লিক করলেই সরাসরি Meet চালু হয়ে যাবে এবং নিচের ছবির মত দেখতে পাবে। 

এখান থেকে Join Meeting এ চাপতে হবে (Present এ চাপা যাবে না) এবং ছবির মত Mic এবং Video Off রাখতে হবে।

ব্যাস কাজ শেষ। এবার ঢুকে স্যারকে দেখতে পাবে এবং ক্লাশ করতে পাবে।

তবে ঢুকে Participants List এ স্যারের নাম এ চাপ দিলে একটা 📌 এই রকম চিহ্ন দেখতে পাবে যেটা দিয়ে স্যারের ভিডিও পিন করতে পারবে।

কোন সমস্যা হলে গ্রুপে বা নিচের কমেন্ট সেকশন এ জানিয়ে দাও ।

Comments

Popular posts from this blog

প্রোগ্রামিং কি ও কেন শিখব ? পার্টঃ ১

How to take input from external file in C++