How to take input from external file in C++
প্রথমে নিচের কোডটি দেখে নেই। # include <bits/stdc++.h> using namespace std ; int main () { freopen( "input.txt" , "r" ,stdin), freopen( "output.txt" , "w" ,stdout); //your code goes here return 0 ; } প্রথমে মেইন ফাংশন এ আমাদের আসল কোডটি লিখতে হবে । কোডটি হল freopen( "input.txt" , "r" ,stdin), freopen( "output.txt" , "w" ,stdout) এখানে freeopen ফাংশনটি ব্যবহার করে আলাদা ফাইল থেকে ইনপুট নেয়া ও আলদা ফাইলে আউটপুট দেয়া হয়। freopen( "input.txt" , "r" ,stdin) এখানে "input.txt” লেখা হয়েছে যেটি আসলে যে ফাইল থেকে ইনপুট নেয়া হবে সেই ফাইলের নাম এটি input.txt না হয়ে mango.txt ও হতে পারে :p তারপর “r” দিয়ে বোঝানো হচ্ছে ফাইলটি read করতে হবে তারপর stdin মানে Standard Input file একইভাবে freopen( "output.txt" , "w" ,stdout) “output.txt” দিয়ে ফাইলের নাম , “w” দিয়ে বোঝাচ্ছে ফাইলটি write করতে হবে মানে আউটপুট ওখানে জমা হবে এবং সবশেষে stdout মানে